কিভাবে অর্ডার করবেন, জানতে ভিডিওটি দেখুন এখানে ক্লিক করুন

About Us। আমাদের কুদরতি দরবার শরীফ সম্পর্কে বিস্তারিত আলোচনা।

🌟 কুদরতি দরবার শরীফ 🌟

কুদরতি দরবার শরীফ একটি প্রতিষ্ঠানের নাম, যা সকল ধর্ম, বর্ণ, ও জাতের মানুষের জীবনের সকল সমস্যার জন‌্য পরামর্শ ও চিকিৎসা সেবা সমাধান প্রদান করে। এটি বিভিন্ন পজিটিভ এনার্জি,মুসলিম আমল, তন্ত্র/ হার্বস ও ন‌্যাচারাল হিলিং পদ্ধতি ব্যবহার করে মানুষের জীবনের জটিলতা কে সহজ করার একটি কাফেলা। ✨

কুদরতি দরবার শরীফ-কে সংক্ষিপ্তভাবে জানতে ও বুঝতে, নিচের লেখাটি পড়তে পারেন: 📖

🌱 প্রারম্ভিকা: 🌱

একটি সঠিক পরামর্শ মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তবে, মানব জীবনে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বিশ্বস্ত একজন মানুষকে পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। এ অবস্থায়, কুদরতি দরবার শরীফ বিশ্বস্ততার সাথে মানুষের সাহায্য করে থাকে। 🙏

এছাড়া, যারা অন্যদের উপকার করার মাধ্যমে নিজের জীবনের শান্তি অনুভব করেন, তারা সঠিকভাবে আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান অর্জন করে মানুষের অজান্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাহায্য করতে সক্ষম হবেন। 🌍

আপনি চাইলে আধ্যাত্মিক চিকিৎসা কে নিজের ক্যারিয়ার হিসেবেও নিতে পারবেন। কিন্তু, এই বিষয়ে পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নেই, যারা প্রাকটিক্যালভাবে সব সমস্যা হাতে কলমে সমাধান শিখাবে এবং যখন এবং যেখানে সমস্যা হবে বা আপনি আটকে যাবেন, তখনই সহায়তা প্রদান করবে। ছাত্রদের বিশেষ টেকনোলজি ও প্রশিক্ষণ প্রাপ্ত টিম দিয়ে পরিচালনা করা হয়। 🔍

আগে আমরা শুধু জিন যাদু ও অন‌্যান‌্য রোগ বা সমস‌্যা তেল পড়া, পানি পড়া,সিরকা,মধু, কালো জিরা,জয়তুল তেল ইত‌্যাদি বেসিক রুকইয়াহ সাপ্লিমেন্ট দিয়ে ট্রিটমেন্ট বা চিকিৎসা শিক্ষা দিতাম। কিন্তু বর্তমানে বেশ কিছু হার্বাল কোম্পানির সাথে আমাদের পার্টনারশীপ হওয়ার কারণে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফ্রী প্রশক্ষণ বা  নূন‌্যতম খরচে ট্রেনিং করা সম্ভব, যেখানে বড় বড় মেডিকেল অফিসার ক্লাশ নিবে। যার ফলে একজন চিকিৎসক শুধু জিন যাদু নয়, যে কোনো রোগের জন‌্য চিকিৎসা করতে পারবে, ইংশআল্লহ।।

যেহেতু, মানুষের সমস‌্যা বহুমুখি তাই আমাদের পদ্ধতি রয়েছে বহুমূখী  এ কারণেই কুদরতি দরবার শরীফ সব বিষয়েই কাজ করে থাকে। আমরা ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ প্রদান করি এবং যারা শিখতে চান তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনি শিখতে চাইলে শিখতে পারেন, অথবা আপনি নিজের সমস‌্যা থাকলে পরামর্শ বা চিকিৎসা নিতে পারেন।  📚

🌟 স্লোগান: 🌟

কুদরতি দরবার শরীফ হলো সমস্যার শেষ সমাধানের জায়গা। যেখানে সবার চেষ্টা ব্যর্থ এবং নিরুপায় হলে, আল্লাহর হুকুমে আমাদের জ্ঞান দিয়ে সমাধান প্রদান করা হয়। 


সফলতা ও ব‌্যর্থ‌্যতার সংক্ষিপ্ত কিছু কথাঃ

আমাদের থেকে সেবা নিয়ে ৯০% মানুষ উপকার পেয়েছে, আলহামদুলিল্লাহ। ১০ % যারা উপকার পায়নি তাদের কারোর ধৈর্য‌্য ছিলো না আর নিয়ম মানতে না। যেহেতু ১ যুগ তথা ১২ বছরের অধিক সময় ধরে কাজ করি তাই আমাদের সব পরিক্ষিত টেকনিক বা কৌশল রয়েছে। ১০ জন উপকার পেয়ে একই পদ্ধতিতে ১জন উপকার না পেলে, তার দোষ হলো রোগীর উপর পড়বে। চিকিৎসক এর উপর নয়। তাছাড় আল্লাহ একজন মানুষের মাধ‌্যমে পৃথিবীর সব রোগী ভালো করার ক্ষমতা দিলে বাকী ডাক্তার দের কী হবে। তাই কখনও এটা বলা উচিৎ নয় যে, সব রোগী ঠিক হবে। সমস‌্যার শেষ সমাধান আমাদের স্লোগান যার অর্থ হলো কোনো সমস‌্যাই স্থায়ী নয়, দুনিয়াতে সবই পরিক্ষার অংশ। অনন্ত জীবন মৃত‌্যুর পর কবরে হাশরে জান্নাত/জাহান্নামে থাকতে হবে। এতটুকু সাহস আমরা রোগীদের দেই ও কিছু চমৎকার ঘটাই যার ফলে আত্ম বিশ্বাস বৃদ্ধি হয়ে, ‍দুনিয়ার এই ছোট জীবনের সমস‌্যা তার কাছে কিছুই মনে হয় না।  ✨




🎯 লক্ষ্য-উদ্দেশ্য 🎯

লক্ষ্য:
মানবজাতির জন্য ক্ষতিকর জিন, যাদু, কুফুরি এবং অন্যান্য নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করা এবং শিরক ও কুফর মুক্ত চিকিৎসা প্রদান করে, চিকিৎসক তৈরি করা। 🌍

উদ্দেশ্য:
আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। 🌙

প্রশ্ন থাকতে পারে যে, কুদরতি দরবার থেকে রেইকি, বিভিন্ন বিদেশী টেকনিক, ন‌্যাচারাল হিলিং ও ব্লাক ম‌্যাজিক সহ আরও কিছু বিতর্কিত বা ইসলামে বৈধ নয় সেটা কোনো শিক্ষা দেওয়া হয়। 

উত্তরঃ প্রশ্ন টা অনেক বড় ও কঠিন, উত্তর টা তত ছোট ্আর সহজ। আমাদের উদ্দেশ‌্য শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীতে মানব কল‌্যানে একদল যোগ‌্য ভালো মনের চিকিৎসক তৈরি করা। সেই জন‌্য যে দেশে যেমন ধর্ম , জাতী ঠিক তাদের হিলিং বা চিকিৎসার পদ্ধতিও ভিন্ন। সাধারণ চোখে আপনার কাছে এগুলো খারাপ মনে হলেও, আমরা আমাদের আলেমদের সাথে কথা বলে এমন ভাবে মডিফাই করতেছি যাতে গুনাহ না হয়, আর  আমাদের থেকে শিখে কেউ ভালো মানুষের ক্ষতি করতে পারবে না, আমাদের স্পেশাল টিম সব সময় মনিটরিং বা পর্যবেক্ষণ করে সব কিছু। প্রতিটা বিষয়ে যে ধর্মের মানুষ সেই ধর্মের প্রশিক্ষক আছে। আমাদের জন‌্য দোয়া করবেন, উদ্দেশ‌্য অনেক বড় তাই অনেক সম্পর্ক ইচ্ছা না থাকা সত্ত্বেও তৈরি করতে হয়েছে।


🎯 এ লক্ষ্য হাসিলের জন্য কুদরতি দরবার শরীফ প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচটি ইউটিউব চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপ। 🎯

📺 পাঁচটি ইউটিউব চ্যানেলঃ 📺

  1. কুদরতি দরবার শরীফ (Kudrati Darbar Shorif)
    এই চ্যানেলে আমরা আমাদের সব ঘোষণা এবং আপডেট নিউজ শেয়ার করি, এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি।

  2. মুদাব্বির হেল্প সেন্টার (Mudabbir Help Center)
    এই চ্যানেলটি আধ্যাত্মিক চিকিৎসকদের জন্য প্রশিক্ষণ ও সঠিক চিকিৎসা পদ্ধতি শিখানোর জন্য তৈরি।

  3. রুকইয়াহ তদবির শিক্ষা কোর্স (Ruqyah Shikkha Course)
    এটি কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ চিকিৎসার শিক্ষা প্রদান করে।

  4. Black & White Magic Expert
    এই চ্যানেলে কালো যাদু, কুফুরি শক্তি এবং তাদের কার্যকারিতা নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

  5. রেইকি এনার্জি হিলিং (Reiki Energy Healing)
    এখানে রেইকি, এন্জেল এবং এনার্জি নিয়ে জ্ঞানমূলক ভিডিও প্রকাশ করা হয়।


🎯 আমাদের পাঁচটি ইউটিউব চ্যানেল: 🎯



  1. কুদরতি দরবার শরীফ (Kudrati Darbar Shorif)
    এই চ্যানেলটি আমাদের প্রতিষ্ঠানের মূল ও প্রধান চ্যানেল। এখানে আমরা আমাদের সব ঘোষণা এবং আপডেট নিউজ শেয়ার করি। সেই সাথে জিন, মোয়াক্কেল, ফেরেস্তা, ডেমন, ডাইমন, হায়াকি ইত্যাদি স্প্রিট বা এনার্জি বিষয়ে আলোচনা করি।

    🔗 ইউটিউব চ্যানেল লিংক: Kudrati Darbar Shorif
    🔗 টেলিগ্রাম চ্যানেল লিংক: Kudrati Darbar Shorif Telegram
    🔗 ফেসবুক পেজ লিংক: Kudrati Darbar Shorif Facebook


  1. মুদাব্বির হেল্প সেন্টার (Mudabbir Help Center)
    এই চ্যানেলের মাধ্যমে আধ্যাত্মিক চিকিৎসকদের বিভিন্ন ট্রেনিং ও প্রশিক্ষণ দেওয়া হয়। সিরিজ আকারে বিভিন্ন সমস্যার বিষয়ে ফ্রি ক্লাস রয়েছে, যা দেখে চিকিৎসকরা তাদের চিকিৎসা পদ্ধতি উন্নত করতে পারবেন।

    🔗 ইউটিউব চ্যানেল লিংক: Mudabbir Help Center
    🔗 টেলিগ্রাম চ্যানেল লিংক: Mudabbir Help Center Telegram
    🔗 ফেসবুক পেজ লিংক: Mudabbir Help Center Facebook


  1. রুকইয়াহ তদবির শিক্ষা কোর্স (Ruqyah Shikkha Course)
    এই চ্যানেলের মাধ্যমে আমরা কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ শারইয়াহ শিক্ষা প্রদান করি, যাতে মুসলিমগণ তাদের ইমান ও আমল ঠিক রেখে নিজেদের সমস্যার সমাধান করতে পারেন। যারা রাক্বী বা চিকিৎসক আছেন, তাদের জন্য সিরিজ আকারে ফ্রি ক্লাস ভিডিও রয়েছে।

    🔗 ইউটিউব চ্যানেল লিংক: Ruqyah Shikkha Course
    🔗 টেলিগ্রাম চ্যানেল লিংক: Ruqyah Shikkha Course Telegram
    🔗 ফেসবুক পেজ লিংক: Ruqyah Shikkha Course Facebook


  1. Black & White Magic Expert
    এই চ্যানেলের মাধ্যমে কালো যাদু, কুফুরি শক্তি এবং এর সাথে সম্পর্কিত সমস্ত বিষয় আলোচনা করা হয়। এছাড়া কালো যাদুর ক্ষতি থেকে বাঁচা এবং কীভাবে এগুলো কাজ করে, তার বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য সিরিজ আকারে ভিডিও দেওয়া হয়। ভিন্ন ধর্ম যেমন, খ্রীষ্টান, বৈদ্ধ সহ নাম না জানা অনেক জাতি ও বর্ণের এবং ধর্মের মানুষ  যাতে এই পদ্ধতি গুলো শিখে মানুষের উপকারে আসতে পারে, তাই তাদের জন‌্য এই চ‌্যানেল।

    🔗 ইউটিউব চ্যানেল লিংক: Black & White Magic Expert
    🔗 টেলিগ্রাম চ্যানেল লিংক: Black & White Magic Expert Telegram
    🔗 ফেসবুক পেজ লিংক: Black & White Magic Expert Facebook


  1. রেইকি এনার্জি হিলিং (Reiki Energy Healing)
    এই চ্যানেলের মাধ্যমে আমরা রেইকি, এন্জেল, বিভিন্ন স্প্রিট বা এনার্জি সম্পর্কে জ্ঞানমূলক ভিডিও শেয়ার করি। অন্যান্য ধর্মের মানুষ যারা আমাদের মাধ্যম থেকে সেবা নিতে চান, তাদের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে। আমরা মুসলিমদের এস ব থেকে দূরে থাকার পরামর্শ দেই, কারণ তা ইমান এর ক্ষতি করতে পারে। তবে, যারা অন্য ধর্মাবলম্বী এবং আমাদের সাহায্য নিতে চান, তাদের জন্য এই চ্যানেলে এনার্জি ব্যবহার করে সমাধান দেওয়ার বিষয়ে ভিডিও রয়েছে।

    🔗 ইউটিউব চ্যানেল লিংক: Reiki Energy Healing
    🔗 টেলিগ্রাম চ্যানেল লিংক: Reiki Energy Healing Telegram
    🔗 ফেসবুক পেজ লিংক: Reiki Energy Healing Facebook


কুদরতি দরবার শরীফে কীভাবে যুক্ত হতে পারবেন:

আমাদের দুই ধরনের সেবা রয়েছে, যার মাধ্যমে আপনি কুদরতি দরবার শরীফ এর সাথে যুক্ত হতে পারবেন, ইনশাআল্লাহ।




১. ফ্রী তে সেবা গ্রহণ:

আমরা চাই আপনারা ফ্রী ভাবে আমাদের সেবা গ্রহণ করে সারা জীবন উপকৃত হোন। ফ্রীতে যুক্ত হওয়ার জন্য আপনাকে কিছু বিশেষ ধাপ অনুসরণ করতে হবে:

  • আমল: আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত যে আমল গুলো দেওয়া হয়েছে, সেগুলো নিজেদের সমস্যার জন্য অনুসরণ করবেন।

  • শিক্ষার জন্য: যারা শিখতে চান, তারা আমাদের ফ্রী কোর্স গুলি প্লেলিস্ট আকারে দেখবেন এবং বাস্তব জীবনে প্রয়োগ করে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

  • টেলিগ্রাম গ্রুপ: যদি আপনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত লাইভ সেশন এর মাধ্যমে আপনি আমাদের সাথে প্রশ্নোত্তর করতে পারবেন এবং আরও বেশি উপকৃত হবেন।

এভাবে আপনি কোনো প্রকার খরচ ছাড়াই আমাদের সাথে যুক্ত হতে পারবেন।



২. হাদিয়া দিয়ে সেবা গ্রহণ:

যারা ব‌্যাক্তিগতভাবে শেখার বা চিকিৎসা নেওয়ার সুযোগ চান, তাদের জন্য আমাদের কাছে হাদিয়া (কিছু অর্থ) প্রদান করতে হবে।
এই ক্ষেত্রে:

  • ব‌্যাক্তিগত শেখানো: আপনাকে হাতে কলমে শিখানো হবে বা আপনার সমস্যার সমাধানের জন্য পরামর্শ দেওয়া হবে।

  • ইস্তেখারা: পেইড বা হাদিয়া দিয়ে সেবা নেওয়ার জন্য আপনাকে ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা না করলে কাউকে পেইড সার্ভিস দেওয়া হয় না।

  • খরচের শর্ত: আমাদের প্রতিনিধি বা চিকিৎসক তাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আপনাকে সঠিকভাবে সাহায্য করবে।

এই ধরনের সেবা ব‌্যাক্তিগতভাবে দেওয়া হয়, এবং এটা হাদিয়া (অর্থ) দিয়ে গ্রহন করতে হবে।



যেসব বিষয়ে সেবা পাবেন না:

আমরা দুটি কাজ করতে পারি না:

  1. মৃত্যু মানুষকে জীবিত করা বা কাউকে মেরে ফেলা।

  2. প্রেমিক-প্রেমিকার মধ্যে তদবির করা।

তাছাড়া, পৃথিবীর যে প্রান্তে, কোনো সমস্যার সমাধান বা পরামর্শ প্রদান করতে আমরা বিশেষজ্ঞ টিম দ্বারা সেবা দিয়ে থাকি। আমাদের কর্মী ও মুদাব্বিররা বিভিন্ন দেশে কাজ করে থাকেন।



💫 অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলে হতাশ হবেন না!

আপনার আর্থিক সামর্থ্য যদি এই মুহূর্তে না থাকে, তবুও আপনি থেমে যাবেন না।
আমাদের ফ্রি তদবির শিক্ষা কোর্সের ভিডিও দেখুন এবং লাইভ ফ্রি ক্লাসে যুক্ত হয়ে শিখে নিন বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় জ্ঞান।


👉 বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ

🔗 ফ্রি সাপোর্ট কোর্স লিংক


আপনার নিয়ত ঠিক থাকলে, পথ আপনা আপনি তৈরি হবে ইনশাআল্লাহ। 🌿

✅ আমাদের পরিচয়
🌍 এশিয়া ও বাংলাদেশসহ অনেক দেশেই জিন, যাদু ও বিভিন্ন আধ্যাত্মিক সমস্যার চিকিৎসা করেন এমন অনেকেই আছেন। কিন্তু তাদের অনেকেরই সরকারি লাইসেন্স বা অনুমোদন আছে কি না, তা পরিষ্কার নয়।

🔹 কুদরতি দরবার শরীফ আন্তর্জাতিকভাবে কাজ করে, তাই কোন দেশের লাইসেন্স আছে কি না—এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে আপনি চাইলে আপনার নাম বা পরিচয় না দিয়েই আমাদের সেবা নিতে পারেন।

📌 অনুরোধ:
আপনি যদি আমাদের সেবা নিতে চান, তাহলে দয়া করে ব্যক্তিগত প্রশ্ন করবেন না। আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু অপ্রয়োজনীয় প্রশ্ন করে বিরক্ত করবেন না।

🔮 ভবিষ্যতের পরিকল্পনা:
যেদিন সরকার আমাদের কার্যক্রমের লাইসেন্স দেবে, সেদিন ইনশাআল্লাহ, কুদরতি দরবার শরীফের ইউনিভার্সিটি বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করা হবে। তখন আমরা জিন, যাদু ও আধ্যাত্মিক চিকিৎসা নিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা দেব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!